গাজীপুর অনলাইনঃ গাজীপুরে হরতালকে কেন্দ্র করে গাড়ি ভাংচুরের অপরাধে এক শিবিরকর্মীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই পিকেটারকে ১৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত পিকেটারের নাম ফারুক আহমেদ (৩২)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এঘটনা ঘটে।
সে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রোহা গ্রামের আবদুল মজিদের ছেলে। সে চান্দনা বৌবাজার এলাকায় ভাড়া থাকে বলে জানা গেছে।
জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন জানান, হরতালের সময় মহানগরীর মোগড়খাল এলাকায় ঢাকা বাইপাস সড়কে পিকেটিং করে গাড়ি ভাংচুর করার সময় ফারুককে হাতেনাতে আটক করা হয়। পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম ওই পিকেটারকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৩ মাসের কারাদণ্ড দেন।