স্টাফ রিপোর্টারঃ ‘সমাজসেবা দিন বদলে, এগিয়ে যাব সমান তালে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার গাজীপুরে জাতীয় সমাজ সেবা দিবস-২০১৫ পালিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, ঋণ ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক মোঃ আয়েশ উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজাহার আলী মিঞা, সমাজ সেবা অফিসার শংকর সরন সাহা, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ঋণ গ্রহিতাদের মধ্যে মোট ১৯ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।