স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উত্তর পাড়া (নয়নপুর) এলাকায় যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও ৭ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের ভালুকাগামী লোকাল যাত্রীবাহী মিনিবাস মহাসড়কের নয়নপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সড়ক ডিভাইডারের ওপর উঠে পরে।এসময় বাসটি উল্টে গেলে ওই বাসের হেলপার (২৭) বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষনিক হেলপারের পরিচয় পাওয়া যায়নি। আহত ৫ জন নয়নপুর, জৈনা বাজার এবং মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এঘটনার বাসের চালক পলাতক রয়েছে। আহতদরে মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সফির উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম।
দুর্ঘটনাকবলিত বাস ও নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।