স্টাফ রিপোর্টারঃ সরকারী কাজে বাঁধা ৬ কর্মকর্তাকে মারধরের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বেপারীসহ ৫ ব্যক্তির নামে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বুধবার রাতে ঢাকার কারওয়ান বাজারের তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিমিটেড-এর সার্ভেয়ার মো. জসিম উদ্দিন বাদি হয়ে শ্রীপুর থানায় ওই মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের ৬ কর্মকর্তার ওপরে হামলার ঘটনা বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্তব্য রাখেন ৪র্থ শ্রেনী কর্মচারী সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ সভাপতি আফসার উদ্দিন, সদস্য জহিরুল ইসলাম, আ: হামিদ মীর আনসারি, গোলাম রউফ, সুন্দর আলী প্রমুখ।
মামলা সুত্রে জানা গেছে, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক বেপারী ও তার ঐ এলাকার ৪ সহযোগীরা গত ৬ জানুয়ারী বরমী ইউনিয়নের সোনাকর এলাকায় ৩০ কিলোমিটার গ্যাস লাইন স্থাপন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের নিমিত্তে ভিডিও চিত্র ধারণ করতে গেলে সরকারী কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, এ ঘটনায় তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিমিটেডে কারওয়ান বাজার ঢাকা’র সার্ভেয়ার জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আসামিদের কেউ প্রেপ্তার হয়নি। তবে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।