স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ ভারতীয় চ্যানেল 'স্টার জলসা' দেখতে না দেওয়ায় স্বামীকে খুন করেছে তার স্ত্রী। নিহতের নাম সোহরাব হোসেন ওরফে আমির হোসেন (২৮)। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিদা আক্তার ওরফে রিপাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোহরাব হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ার বরকতকান্দা এলাকার বাসিন্দা।
নিহতের বাবা শাহজাহান মিয়া ও এলাকাবাসী জানায়, তেলিপাড়া এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকত সোহরাব। একটি মোবাইল কোম্পানির (এয়ারটেল) বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন তিনি। চাকরির পাশাপাশি স্থানীয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (মিস্ট) বিবিএ শেষ বর্ষে পড়ত। রবিবার রাতে স্ত্রী রিপা টেলিভিশনে ভারতীয় চ্যানেল স্টার জলসা দেখছিল। এসময় সোহরাব টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিপা উত্তেজিত হয়ে সোহরাবের বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় সোহরাবকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা ছুরি উদ্ধার ও রিপাকে আটক করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অাজ (সোমবার) রিপাকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
রিপা নরসিংদী জেলার মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের বাবুল মেম্বারের মেয়ে। নিহত সোহরাব হোসেনের নিলয় (৫) নামের একটি ছেলে রয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান, নিহতের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপা জানান, সোহবার নেশা করত। এ নিয়ে রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে সে ছুরিকাঘাত করলে সোহরাব নিহত হয়।