এম. এ কবির/গাজীপুর অনলাইনঃ গাজীপুরে ৫দিন ব্যাপী কেন্দ্রীয় তাফসির মাহফিল আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
জামিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে এবং গাজীপুর কেন্দ্রীয় মাহফিল কমিটির ব্যবস্থাপনায় শহরের শহীদস্মৃতি স্কুল ময়দানে ১৬তম এ তাফসীর মাহফিল আজ ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
তাফসীর কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা হাবিবুর রহমান মিয়াজী ও সদস্য সচিব হান্নান মিয়া হান্নু জানান, ৫দিন ব্যাপী এ তাফসীর মাহফিলে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দেলোয়ার হোসাইন, মাওলানা খুরশিদ আলম কাসেমী, হাফেজ মাওলানা জাকারিয়া, মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা নজির আহমাদ ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ূবী প্রমুখ।