ডেস্ক রিপোর্টঃ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচির সমর্থনে ১৭তম দিনে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর শিবির।
শুক্রবার সকালে মহানগরের টঙ্গীতে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। এসময় ৫/৬ টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, লাগাতার অবরোধের ১৭তম দিনে শুক্রবার মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং হয়। নেতাকর্মীরা রাস্তায় আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে । এসময় ৫/৬টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন কঠিন থেকে আরো কঠিনে রূপান্তর করা এবং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে জান বাজি রেখে শিবিরের সকল নেতাকর্মীদের ঝাঁপিয়ে পরার আহ্বান জানানো হয় ।