স্টাফ রিপোর্টারঃ বিশ্ব এজতেমায় এসে নিখোঁজ হওয়ার তিন দিন পর বুধবার সকালে এক মুসুল্লীর লাশ টঙ্গীর তুরাগ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। নিহতের নাম আবু বকর সিদ্দিক (৪০)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার সুমোধপাড়া এলাকায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত শেষে গত রবিবার দুপুরে নৌকাযোগে বাড়ি ফেরার পথে আশুলিয়া এলাকায় নৌকা থেকে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হন আবু বকর।
খবর পেয়ে ইজতেমা ময়দানে দায়িত্বপালনরত গাজীপুরের দমকল কর্মীরা নদীতে তল্লাশী শুরু করেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় সাহেব আলী মাদ্রাসার সামনে তুরাগ নদী থেকে নিখোঁজ ওই মুসুল্লীর ভাসমান লাশ উদ্ধার করে।