স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল থাকা সত্ত্বেও বুধবার সন্ধ্যা থেকে ইজতেমা ময়দানে মুসুল্লি আসা শুরু হয়েছে।
টঙ্গির তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৯ জানুয়ারি শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ জানুয়ারি তা শেষ হয়।
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতি বছর এই ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গির তুরাগ তীরে। ১৬০ একর এলাকা জুড়ে ইজতেমা মাঠে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগ জামায়াতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার সার্বিক কর্মকান্ড সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের দিকনির্দেশনায় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসক জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় পর্বে খিত্তাওয়ারী মুসল্লিদের অবস্থান- খিত্তা নং-১ (নারায়ণগঞ্জ-১), খিত্তা নং-২ (নারায়ণগঞ্জ-২), খিত্তা নং-৩ (ঢাকা-১, হালকা-৩০১-৩২৫), খিত্তা নং-৪ (ঢাকা-২, হালকা-৬০১-৬৩৯), খিত্তা নং-৫ (কঙবাজার), খিত্তা নং-৬ (মানিকগঞ্জ), খিত্তা নং-৭ (পিরোজপুর), খিত্তা নং-৮ (পটুয়াখালী), খিত্তা নং ৯ (১) (টাঙ্গাইল-ক), খিত্তা নং ৯(২) (টাঙ্গাইল-খ), খিত্তা নং-১০ (১) (জামালপুর-ক), খিত্তা নং-১০(২) (জামালপুর-খ), খিত্তা নং-১১ (বরিশাল), খিত্তা নং ১২(নেত্রকোনা), খিত্তা নং-১৩ (কুমিল্লা), খিত্তা নং-১৪ (মেহেরপুর), খিত্তা নং-১৫ (ঝিনাইদহ), খিত্তা নং-১৬ (ময়মনসিংহ-১), খিত্তা নং-১৭ (ময়মনসিংহ-২), খিত্তা নং-১৮ (ময়মনসিংহ-৩), খিত্তা নং-১৯ (লক্ষ্মীপুর), খিত্তা নং-২০ (বি.বাড়ীয়া), খিত্তা নং-২১(কুড়িগ্রাম), খিত্তা নং-২২ (নোয়াখালী), খিত্তা নং-২৩ (নীলফামারি), খিত্তা নং-২৪ (ঠাকুরগাঁও), খিত্তা নং-২৫(পঞ্চগড়), খিত্তা নং-২৬ (চাপাইনবাবগঞ্জ), খিত্তা নং-২৭ (বগুড়া), খিত্তা নং-২৮ (পাবনা), খিত্তা নং-২৯ (নওগাঁ), খিত্তা নং-৩০ (মুন্সিগঞ্জ-১), খিত্তা নং-৩১ (মুন্সিগঞ্জ-২), খিত্তা নং-৩২ (মাদারীপুর), খিত্তা নং-৩৩ (গোপালগঞ্জ), খিত্তা নং-৩৪ (সাতক্ষীরা), খিত্তা নং-৩৫ (মাগুরা), খিত্তা নং-৩৬ (খুলনা), খিত্তা নং-৩৭ (সুনামগঞ্জ), খিত্তা নং-৩৮ (মৌলভী বাজার) এবং খিত্তা নং-৩৯ (কুষ্টিয়া)।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।
২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল থাকা সত্ত্বেও বুধবার সন্ধ্যা থেকে ইজতেমা ময়দানে মুসুল্লি আসা শুরু হয়েছে।
টঙ্গির তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৯ জানুয়ারি শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১১ জানুয়ারি তা শেষ হয়।
তাবলিগ জামাতের উদ্যোগে প্রতি বছর এই ইজতেমা অনুষ্ঠিত হয় টঙ্গির তুরাগ তীরে। ১৬০ একর এলাকা জুড়ে ইজতেমা মাঠে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগ জামায়াতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব ইজতেমার সার্বিক কর্মকান্ড সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের দিকনির্দেশনায় বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদ গণমাধ্যমকে জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসক জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় পর্বে খিত্তাওয়ারী মুসল্লিদের অবস্থান- খিত্তা নং-১ (নারায়ণগঞ্জ-১), খিত্তা নং-২ (নারায়ণগঞ্জ-২), খিত্তা নং-৩ (ঢাকা-১, হালকা-৩০১-৩২৫), খিত্তা নং-৪ (ঢাকা-২, হালকা-৬০১-৬৩৯), খিত্তা নং-৫ (কঙবাজার), খিত্তা নং-৬ (মানিকগঞ্জ), খিত্তা নং-৭ (পিরোজপুর), খিত্তা নং-৮ (পটুয়াখালী), খিত্তা নং ৯ (১) (টাঙ্গাইল-ক), খিত্তা নং ৯(২) (টাঙ্গাইল-খ), খিত্তা নং-১০ (১) (জামালপুর-ক), খিত্তা নং-১০(২) (জামালপুর-খ), খিত্তা নং-১১ (বরিশাল), খিত্তা নং ১২(নেত্রকোনা), খিত্তা নং-১৩ (কুমিল্লা), খিত্তা নং-১৪ (মেহেরপুর), খিত্তা নং-১৫ (ঝিনাইদহ), খিত্তা নং-১৬ (ময়মনসিংহ-১), খিত্তা নং-১৭ (ময়মনসিংহ-২), খিত্তা নং-১৮ (ময়মনসিংহ-৩), খিত্তা নং-১৯ (লক্ষ্মীপুর), খিত্তা নং-২০ (বি.বাড়ীয়া), খিত্তা নং-২১(কুড়িগ্রাম), খিত্তা নং-২২ (নোয়াখালী), খিত্তা নং-২৩ (নীলফামারি), খিত্তা নং-২৪ (ঠাকুরগাঁও), খিত্তা নং-২৫(পঞ্চগড়), খিত্তা নং-২৬ (চাপাইনবাবগঞ্জ), খিত্তা নং-২৭ (বগুড়া), খিত্তা নং-২৮ (পাবনা), খিত্তা নং-২৯ (নওগাঁ), খিত্তা নং-৩০ (মুন্সিগঞ্জ-১), খিত্তা নং-৩১ (মুন্সিগঞ্জ-২), খিত্তা নং-৩২ (মাদারীপুর), খিত্তা নং-৩৩ (গোপালগঞ্জ), খিত্তা নং-৩৪ (সাতক্ষীরা), খিত্তা নং-৩৫ (মাগুরা), খিত্তা নং-৩৬ (খুলনা), খিত্তা নং-৩৭ (সুনামগঞ্জ), খিত্তা নং-৩৮ (মৌলভী বাজার) এবং খিত্তা নং-৩৯ (কুষ্টিয়া)।