টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে সারাদেশের ন্যায় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনতাজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম বেপারী, প্রভাতী শাখার প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার প্রধান মজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টার, আবুবকর সিদ্দিক, চৌধুরী আশরাফ আলী, রিনা রানী গাঙ্গুলী, নাসরিন আক্তার, হাবিবা বেগম প্রমুখ।
এছাড়াও টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী পাইল স্কুল এন্ড গার্লস কলেজ, হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়, সাহাজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়, টিএনটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সাতাইশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজী পিয়ার আলী সরকার প্রাথমিক বিদ্যালয়, মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়সহ টঙ্গীর সকল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দে উল্লাসিত হয়ে উঠেছে।