স্টাফ রিপোর্টারঃ স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের অধীনে ৬মাস মেয়াদী জানুয়ারী-জুন ২০১৫ সেশনে প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গীর বিসিক মিরাশপাড়াস্থ মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কিল এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট(স্টেপ) এর উপ-পরিচালক মো. আক্তার হেসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট উপাধ্যক্ষ শ্যামলইন্ডু কবিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ)’র সদস্য এবং বাংলা নিউজ পোটাল “ভোরের বাণীর” নির্বাহী সম্পাদক নাসির উদ্দীন বুলবুল, নাসরীন আক্তার, লিটন দাস,মো.ফারুক হোসাইন, মো. রফিকুল ইসলাম, ফাতেমা আক্তার, প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. ইয়াছিন।সভা পরিচালনা করেন মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের ম্যানেজার মো. আলা উদ্দিন আল মামুন। ২০১৫ইং সালে ৭তম সেশনে ২৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছেন।
বক্তারা বলেন,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে মনটেজ ট্রেনিং এন্ডসাটিফিকেশন(বাংলাদেশ) উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সার্টিফিকেশন(বাংলাদেশ) উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।এ ক্ষেত্রে মনটেজ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,আত্ম-কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে আসছে।