স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলার মাটিতে এ দেশের জনগণ আর নৈরাজ্য সৃষ্টি করতে দেবে না।
তিনি বলেন, বিএনপির নৈরাজ্য-ষড়যন্ত্র রাজপথে জনগণ রুখে দিবে। কারণ বাংলাদেশের লক্ষ কোটি মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
হানিফ আজ সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় ৫ জানুয়ারী গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস এক বছর পূর্তি বিজয় র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের সভাতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট আজমত উল্লা খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে প্রধান অতিথি মাহাবুবুল আলম হানিফ ও স্থানীয় সংসদ জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল স্টেশন রোড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গীর চেরাগ আলীর কলেজ গেইটে গিয়ে শেষ হয়। পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বিজয়ের আনন্দে বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।