স্টাফ রিপোর্টারঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি টঙ্গী ও গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেছেন।
নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সারাদেশের মত টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এর মধ্যে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়, সাহাজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়, টিএনটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সাতাইশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজী পিয়ার আলী সরকার প্রাথমিক বিদ্যালয়, মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, ভাওয়াল আইডিয়াল একাডেমি, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।