স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র্যাব। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- ছয়দানা হাজীপুর পুকুর এলাকার মো. রোকনুজ্জামান রাসেল (৩২) ও উত্তর খাইলকুর এলাকার মো. সোহেল রানা (৩০)।
র্যাবের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান রাজীব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে হাজীর পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
“ওই এলাকায় কয়েকজন অস্ত্রধারী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয়েছে- এ তথ্য পেয়ে র্যাব-১-এর লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃতে র্যাবের দলটি অভিযানে যায়। এসময় দুই যুবকের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।”
আটকরা জয়দেবপুর থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে বলেও র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।