গাজীপুর অনলাইনঃ স্কুলছাত্রীর ছবি পর্নোগ্রাফি করার অভিযোগে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বেঙ্গুরদী এলাকা থেকে গতকাল সন্ধ্যায় দুই ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলো কাপাসিয়া উপজেলার বীরউজুলী গ্রামের জামাল উদ্দিনের পুত্র দিদারুল ইসলাম (২১), বেঙ্গুরদী গ্রামের তাজউদ্দিনের পুত্র মামুন (১৮), চাটারব গ্রামের আফাজউদ্দিনের পুত্র মোবারক হোসেন (১৮), পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা তলুলী গ্রামের জামাল উদ্দিনের পুত্র বসির আহমেদ (২৬) ও বিরুলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র ইসমাল হোসেন।
থানার ওসি আহসান উল্লাহ গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।