স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে পাঁচজনকে, শ্রীপুর থানা এলাকা থেকে ছয়জনকে, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজনকে, জয়দেবপুর থানা এলাকা থেকে তিনজন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে দুজন বিএনপির-জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।