ডেস্ক রিপোর্টঃ সারা দেশে ‘সন্ত্রাসী’দের তালিকা ধরে অভিযান চালাচ্ছে র্যাব। র্যাব ইন্টেলিজেন্স, এসবি, এন এস আইসহ কয়েকটি গোয়েন্দা সংস্থার দেয়া তালিকা অনুযায়ী আটক অভিযান চালাচ্ছে সংস্থাটি।
সংস্থাটি অবরোধ-হরতালে নাশকতার সঙ্গে জড়িতদের ‘সন্ত্রাসী’ হিসেবে ব্যাখ্যা দিলেও ২০ দলের তৃণমূল থেকে মধ্য সারির নেতাদের টার্গেট করেই তালিকা তৈরি করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থাগুলোর সূত্র বলেছে তাদের কাছে র্যাবের হেডকোয়ার্টার থেকে বিএনপি -জামায়াতের নেতা-কর্মীদের তালিকা চাওয়া হয়েছে। এ পর্যন্ত র্যাবের কাছে প্রায় ৫০হাজার নেতাকর্মীর তালিকা দেয়া হয়েছে। র্যাবের মিডিয়া উইং বলেছে, বিএনপি -জামায়াতের সঙ্গে কোন শত্রুতা নেই। তারা নাশকতায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় র্যাবের ব্যাটলিয়নের সঙ্গে কথা বলে জানা গেছে তারা গোয়েন্দা সংস্থার ওপরেই ভরসা করছেন। গোয়েন্দা সংস্থাগুলো যাদের নাম দিচ্ছে সে অনুযায়ী তারা অভিযান চালাচ্ছে। কিন্তু তণনমূল পর্যায়ে যেসব তালিকা তৈরি হচ্ছে তাতে শুধুমাত্র বিএনপি -জামায়াত নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে।
অপরদিকে গোয়েন্দা সংস্থাগুলো তালিকা তৈরি করতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সহযোগিতা নিয়েছে বলেও একাধিক সূত্রে পাওয়া গেছে।