গাজীপুর অনলাইন/ডেস্ক: ৪ ফেব্রুয়ারি : বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুনরূপে বাজারে হাজির হয়েছে ভারতীয় কোম্পানি বাজাজের মোটর বাইক প্লাটিনা ইএস।
কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী এ মোটরবাইকের দাম পড়বে মাত্র ৪৪ হাজার ৫০৭ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৬ হাজার ৪০৩ টাকা। বাইকটি প্রতি লিটারে চলবে ৯৬.৯ কিলিমিটার।
রোববার এনডিটিভির এক খবরে জানানো হয়েছে, ভারতের ইতিহাসে এর আগে এ মানের মোটরবাইক দেখা যায়নি।
বাজাজের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুধু জ্বালানি সাশ্রয়ের জন্য নয়। নানা দিক দিয়ে এটি অন্য মোটরবাইকের চেয়ে অনন্য। নানা ধরনের আধুনিক সুবিধাসহ বাইকটিতে রয়েছে পা ও চাবি উভয় প্রক্রিয়ায় স্টার্ট দেওয়ার সুবিধা।
তিনি আরও জানান, বাজাজের আধুনিক প্রযুক্তির ডিটিএসআই এর নতুন প্রজন্মের ১০২ সিসির সিঙ্গল সিলেন্ডার ইঞ্জিনের কারণে এই গতিসম্পন্ন বাইক তৈরি করা সম্ভব হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ইতোমধ্যে ডিলারশিপের মাধ্যমে ভারতে এ বাইক বিক্রি শুরু হয়েছে।