স্টাফ রিপোর্টারঃ যেখানে গ্রুপ পর্বেই বাদ পড়ার শংকা জেকে ধরেছিল। সেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষপর্যন্ত তুঙ্গস্পর্শী উত্তেজনা, রোমাঞ্চ, সঙ্গে রাজ্যের বিস্ময়কেই ছাড়িয়ে গেছে মামুনুলরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রুদ্ধশ্বাস সেমিফাইনালে শক্তিশালী থাইল্যান্ডকে।
১-০ গোলে পরাজিত করে স্বপ্নের ফাইনালের টিকিট পেয়েছে লোডভিক ডি ক্রুইফ শিবির। ফাইনালে দলকে তুলে আনার নায়ক ডিফেন্ডার নাসির চৌধুরী। তার গোলেই শেষ পর্যন্ত হাসিমুখ নিয়ে স্টেডিয়াম ছাড়তে পেরেছে হাজার হাজার দর্শক। গ্যালারি ছিল দর্শকে ঠাসা। স্টেডিয়ামের বাইরেও অনেক লোক। পাননি টিকেট। তা নিয়ে হা হুতাশ অনেকের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিলই। তবে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচে এমন দৃশ্য বেশ নজর কেড়েছে সবাই। যেখানে ফাইনালে উঠার লড়াইয়ে রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বাংলাদেশ ও থাইল্যান্ড। ঘরের মাঠ, সঙ্গে গ্যালারিতে হাজার হাজার দর্শকের গগন বিদারী সমর্থন। ফলে শুরু থেকেই বেশ উজ্জীবিত ছিল বাংলাদেশ শিবির। মুহুমুর্হু আক্রমণ করে গেছে মামুনুল, জাহিদ, এমিলিরা। ম্যাচের প্রথম ১৫ মিনিট একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। যেখানে বাংলাদেশের বল পজিশন ছিল ৭১ ভাগ। তবে ধীরে ধীরে খেলায় ফেরে সফরকারী থাই শিবির। ঘড় গুছিয়ে দুই একটি আক্রমণও করেছে তারা। সব মিলিয়ে লড়াইটা হয়েছে বেশ। তবে ৪০ মিনিটে বাংলাদশ শিবিরকে উৎসবে মাতান রক্ষণভাগের সেনা নাসির চৌধুরী। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার কিকে দক্ষতার সঙ্গে পা লাগিয়ে থাইল্যান্ডের জাল কাঁপান তিনি। ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহুর্তেও থাইল্যান্ডের রক্ষণে কয়েকবার হামলা চালিয়েছিল মামনুল শিবির। তবে সফল হয়নি তারা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল থাইল্যান্ড। কয়েকবার বাংলাদেশের রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। উল্টো ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। বেশকটি গোলের সুযোগ নষ্ট করেছে মামুনুলরা। তবে দিন শেষে স্বস্তিতে সবাই।
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে অনুষ্ঠানরত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বাংলাদেশ।
আগামী রোববার শিরোপা নির্ধারনী লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছিল মালয়েশিয়া। প্রুপ পর্বের প্রথম ম্যাচে এই মালয়েশিয়ার সঙ্গে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার দেখার পালা, ফাইনালে সেই হারের মধুর প্রতিশোধটা নিতে পারে কি না বাংলাদেশ।