স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের পুলিশ লাইনের পাশে যাত্রীবাহি একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৬জন দগ্ধ এবং একজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন রাকিব হোসেন (১০) ও নুরুন্নবী (২৬)’র অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ বাকীরা হলেন সবুজ (২০), সোহেল (৩৪), মুঞ্জুরুল ইসলাম (৩২), নাজমুল হোসেন (৩০)।
আজ বুধবার রাত ৮টায় নগরের পুলিশ লাইনের কাছে ঢাকাগামী বাস নলজানী এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে তারা দগ্ধ হন।
আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।