স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'কে বলা হয় বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড । এতে এ বছর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শহিদ কাপুর। আর সেরা অভিনেত্রী হয়েছেন কঙ্গনা রানৌত।
এবার সেরা ছবি 'কুইন' জিতেছে ছয়টি পুরস্কার। এ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কঙ্গনা। বিকাশ বল জিতেছেন সেরা পরিচালকের সম্মান। এছাড়া আবহসংগীত রচয়িতা অমিত ত্রিবেদি, চিত্রগ্রাহক ববি সিং ও সিদ্ধার্থ দিওয়ান এবং সম্পাদনায় অভিজিৎ ও অনুরাগ কাশ্যপ পেয়েছেন এবারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।
অন্যদিকে পাঁচটি পুরস্কার জিতেছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত ছবি ‘হায়দার’। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। সেরা পার্শ্বঅভিনেত্রী-পার্শ্বঅভিনেতা হয়েছেন যথাক্রমে টাবু ও কে কে মেনন। এছাড়া শিল্প নির্দেশক ও পোশাক পরিকল্পনার জন্যও পুরস্কার জিতেছে 'হায়দার' ছবিটি।
শনিবার রাতে ভারতের মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬০তম আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর, কপিল শর্মা ও আলিয়া ভাট।
এছাড়া সমালোচক পছন্দে সেরা ছবির পুরস্কার পেয়েছে 'আঁখো দেখি'। এ ছবিতে অভিনয়ের জন্য সমালোচক পছন্দে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় মিশ্র। আর সমালোচক পছন্দে 'হাইওয়ে' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট।
সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া