স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় রোববার ভোরে এক অগ্নিকাণ্ডে পাঁচ কক্ষবিশিষ্ট একটি ঝুটের গোডাউন ও চারটি রকমারি মালামালের দোকান পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ভোর পৌনে ৪টার দিকে আমবাগ এলাকার নূরুল ইসলামের ঝুটের গোডাউনের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ঝুটের গোডাউনের অন্যান্য কক্ষে এবং দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।