গাজীপুর অনলাইনঃ বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতালের তৃতীয় দিনে গাজীপুরের কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামকস্থানে প্রাণ আরএফএল কারখানার নিজস্ব কাভার্ড ভ্যানে (নরসিংদী মেট্রো-ম ১১-০০৪৭) আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে যায় কাভার্ড ভ্যানে সামনের অংশ।
এ ঘটনায় উপজেলার মূলগাঁও চরপাড়া গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে স্থানীয় ঔষধ ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান মাসুদকে আটক করেছে থানা পুলিশ। অপর দিকে সোমবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাইপাস বাইপাস সড়কের কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তায় ট্রাকে ভাংচুর করার সংবাদ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান কালীগঞ্জ প্রাণ আরএফএল কোম্পাণীর একটি কাভার্ড ভ্যানে হরতাল সমর্থনকারীরা আগুন দেয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান কালীগঞ্জ প্রাণ আরএফএল কোম্পাণীর একটি কাভার্ড ভ্যানে হরতাল সমর্থনকারীরা আগুন দেয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।