স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ গাজীপুরে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদর আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে তিনজন, শ্রীপুর থানা এলাকা থেকে তিনজন, টঙ্গী থানা এলাকা থেকে দুজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে একজন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে এক বিএনপিকর্মীকে আটক করেছে।