গাজীপুর অনলাইনঃ গাজীপুরে হরতাল অবরোধের প্রতিবাদে মানববন্ধনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মানববন্ধনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। এসময় রমজান মোল্লা (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক মো. শাহজান মিয়া আটকের বিষয়টির নিশ্চিত করেছেন।
গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালিয়াকৈর প্রেসক্লাব, গাজীপুর জেলা রির্পোটার্স ক্লাব, জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখা, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখা ও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা গবেষনা পরিষদ গাজীপুর জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনের পিছন দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতা ওই যুবককে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত যুবক গাজীপুর সদর উপজেলা কামারিয়া এলাকার ফিরোজ মোল্লার ছেলে।
হরতাল অবরোধের প্রতিবাদে ও কালিয়াকৈর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো. হুমায়ূন কবীরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রমিজ উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা শাহজান মিয়া, গাজীপুর জেলা রির্পোটার্স ক্লাবের উপদেষ্টা লায়ন আ. মজিদ খান, নিরাপদ সড়ক চাই গাজীপুরের সভাপতি অধ্যাপক ডাক্তার লোকমান হোসেন, গাজীপুর জেলা রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সহ-সভাপতি মো. ইউনুস আলী,সাধারন সম্পাদক মো. ইমারত হোসেন, যুগ্ম সম্পাদক এইচ এম শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হুমায়ূন কবীর, এম এ ছামাদ, ইমরান হোসেন মোহর, প্রমুখ।