স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে হন্ডুরাস দলকে বাংলাদেশি তরুণদের দেয়া সাপোর্টের প্রতিদান দেয়ার ঘোষণা দিয়েছে হন্ডুরাসবাসী। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুলেছে ইভেন্ট পেজ।
আর ইভেন্টের শিরোনামে বাংলায় লিখেছে- ‘লড়াই করে এবার লড়তে হবে, টাইগারদের এবার বিশ্বকাপ জিততে হবে!!’
ইভেন্টটিতে বাংলাদেশ দলকে পুরো ক্রিকেট বিশ্বকাপ জুড়ে সমর্থন দেবার ঘোষণা দিয়েছেন হন্ডুরাসবাসী। অসংখ্য বাংলাদেশি এই ইভেন্টে হন্ডুরাস কে ধন্যবাদ জানিয়েছেন।
হন্ডুরাসের সমর্থন জানানো ফেসবুক পেজের লিঙ্ক :
এর আগে ফুটবল বিশ্বকাপে হন্ডুরাসকে সমর্থন জানিয়েছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কিছু তরুণের খোলা ফ্যান পেইজে অসংখ্য বাংলাদেশি হন্ডুরাসের প্রতি সাপোর্ট জানান। হন্ডুরাসের বিভিন্ন জাতীয় দৈনিকেও এই সাপোর্ট প্রদানের খবরটি জায়গা করে নেয়।
এ ঘটনায় অভিভূত হন্ডুরাস ফুটবল টিম বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম গোল বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করে।