স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইন : হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও ও সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, মানুষের জানমালের নিরাপত্তা ধ্বংস ও সহিংসতাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের শুনানি শেষে রবিবার দুপুরে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
রুলে হরতাল-অবরোধের নামে হুমকি, সহিংসতা ও ৫ জানুয়ারির অবরোধ এবং তা অব্যাহত রাখাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
অপরদিকে হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হরতাল আহবানকারীদেরকে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, আবদুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুন, বাসেত মজুমদার, সাহারা খাতুনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা।
আদালতে হরতাল নিয়ে রিট করেন শাহিনুর রহমান শাহিন।