এম. এ কবির/গাজীপুর অনলাইনঃ গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থল জয়দেবপুর এলাকায় পৃথক দুই স্থানে ইয়াবাসহ তিনকে গ্রেফতার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর একটি ঘটনায় জড়িত দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার কলাবাগান থেকে গতকাল সকালে আটটি ইয়াবা ট্যাবলেটসহ হারুন অর রশীদ ও ইফতেখার উদ্দিন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হারুনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং ইফতেখার উদ্দিনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ও জেসমিন নাহার এ দণ্ড দেন।
এ ছাড়া একই দিন দুপুরে জয়দেবপুর থানা রোডের একটি বাড়ি থেকে ১০৩টি ইয়াবা, দুই বোতল ফেনসিডিল, ৮৬ হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ রতন কুমার পাল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর সার্কেলের এসআই মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।