স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে গজারী বন থেকে অজ্ঞাত এক নারী (৪৫) লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কালামপুর এলাকার সিরাজ জুট মিলের পাশের গজারী বন থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব খান জানান, এলাকাবাসী সকালে গজারী বনের ভিতর লাকড়ি কুড়াতে গেলে ওই মহিলার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ সকালে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশের পড়নে ছিল গোলাপী রংয়ের সালোয়ার, সেমিছ ও সোয়েটার এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।