![]() |
ফাইল ফটো |
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-রাজশাহী রেল লাইনের ফিসপ্লেট খোলার সময় শনিবার রাতে আনসার সদস্যরা মো. জাহাঙ্গীর আলম ওরফে মিজান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। সে মৌলভীবাজারের কুলাউড়া থানার গাজীপুর চাবাগান এলাকার ফরিদ আহমেদের ছেছে।
এ ঘটনায় জেলা প্রশাসক চার আনসার সদস্যকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন।
গাজীপুরেরর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৬-৭জন যুবক রেল লাইনের ফিস প্লেট খুলছিল। এ সময় রেল লাইনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। তারা জাহাঙ্গীরকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরকে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার জানান, আটক জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতকদের বিষয়ে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানিয়েছেন, আটক দুষ্কৃতকারীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
গাজীপুরেরর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৬-৭জন যুবক রেল লাইনের ফিস প্লেট খুলছিল। এ সময় রেল লাইনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। তারা জাহাঙ্গীরকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরকে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিব কুমার জানান, আটক জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতকদের বিষয়ে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানিয়েছেন, আটক দুষ্কৃতকারীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।