স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আমির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আড়ালিয়া নয়াপাড়া এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি নয়াপাড়া এলাকার আশ্রাব আলীর ছেলে।
এলকাবাসী জানান, আমির উদ্দিন বিভিন্ন বাজারে ইঁদুর-তেলাপাকা মারার ওষুধ বিক্রি করতেন। সোমবার রাতে তিনি রাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বয়াতী গান শুনতে যান। সেখান থেকে ফেরার পথে রাতের কোন এক সময় আড়ালিয়া বটতলা এলাকায় পৌঁছলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে এলাকাবাসী মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে অস্ত্রের চিহ্ন রয়েছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোপূর্বে তিনি বাদী হয়ে স্থানীয় জসিম উদ্দিন গংদের বিরুদ্ধে একটি মারামারির মামলা করেন। এর জেরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।