স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ কলকাতার জি-বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু। সেই সঙ্গে প্রথম রানারআপ হয়েছেন ঢাকার ছেলে পরশ। এছাড়া তৃতীয় হয়েছেন যৌথভাবে ইমন-সন্দীপ জুটি ও অনিকেত।
রোববার রাতে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান প্রচার হয়। শেষ লড়াইয়ে থাকা প্রত্যেকে দু’বার করে নিজেদের কৌতুক পরিবেশন করার পর বিচারকদের রায় ঘোষণা করেন অনুষ্ঠানের উপস্থাপক মীর।
চ্যাম্পিয়ন কাজু পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ টাকা, সঙ্গে একটি গাড়ি। সুন্দর সুন্দর জোকস বলে জনপ্রিয় হওয়া বাংলাদেশের পরশ রানারআপ হয়ে পেয়েছেন দুই লাখ টাকা। এর মধ্যে এক লাখ টাকা দিয়েছে জি-বাংলা এবং অপর এক লাখ টাকা দিয়েছে এ অনুষ্ঠানের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাণ গ্রুপের অ্যাটম গাম। ইমন-সন্দীপ ও অনিকেত যৌথভাবে পেয়েছেন এক লাখ টাকা। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রত্যেকে থাইল্যান্ডে যাওয়ার সুযোগও পাচ্ছেন।
অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, রজতৎদত্ত ও চিত্রনায়িকা শ্রীলেখা মিত্র। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতাজ্ঞ হরিহরণ ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।