গাজীপুর অনলাইনঃ ২০দলীয় জোটের এই নাশকতা সহিংসতার মূল উদ্দেশ্য যে কোনো ভাবেই তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা। কিন্তু তাদের সেই আশা কখনই পূরণ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের ন্যায়ে আজও শক্তিশালী অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত অযৌক্তিক হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে হরতাল দিয়েছেন দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য। এসএসসি পরীক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যে দেশের প্রতিটি হলে ছাত্রলীগ যুবলীগসহ আওয়ামী লীগ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শিক্ষার্থীদের সকল প্রকার নিরাপত্তার জন্য কাজ করবে। খালেদা জিয়ার উদ্দেশ্যে মোজাম্মেল হক বলেন, আপনার যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই হরতাল প্রত্যাহার করুন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার নির্দেশে নাশকতার শিকার হয়ে যারা মৃত্যু বরণ করেছে তাদের জন্য কেউ শোক প্রকাশ করেন নি। কিন্তু আমি অবাক হয়েছি ড.কামাল, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মুনছুর খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে তার ছেলের জন্য শোক প্রকাশ করেছেন।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাবেক ছাত্র নেতা শাহজাহান হোসেন সাজু প্রমুখ।