স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে পুলিশ কনস্টেবল রেজোয়ান কবিরকে মারধোর করার ঘটনায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
আহত কনস্টেবল গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশের সূত্র জানায়, একটি চিঠি রিসিভ করার ঘটনাকে ঘিরে বুধবার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান তার অফিসের কনস্টেবলকে প্রথমে গালিগালাজ করেন ও তাকে চাকুরিচ্যুত করার হুমকি দেন। পরে অফিসের দরজা বন্ধ করে দিয়ে কিল, ঘুষি ও লাথি এলোপাথারি মারধোর করে। এতে রেজোয়ান কবির অন্ডকোষসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গাজীপুরের পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
গাজীপুর পুলিশের ডিআইও-২ মো. মোমিন মিয়া জানান, রাতে এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে গাজীপুর থেকে প্রত্যাহার করে পুলিশের হেডকোয়াটারে সংযুক্ত করা হয়েছে।