স্টাফ রিপোর্টারঃ এখন থেকে বিনা খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে সৌদি আরব সরকার। এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সকালে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে এক বৈঠক শেষে তিনি একথা জানান।
বৈঠক শেষে মন্ত্রী তার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
মন্ত্রী বলেন, এখন থেকে প্রত্যেক শ্রমিককে কেবল তার পাসপোর্ট এবং অন্যান্য খরচ বাবদ মাত্র ২০ হাজার টাকা খরচ করতে হবে। এরপর যাবতীয় খরচ বহন করবে সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি।
শ্রমিকদের পারিশ্রমিকের বিষয়ে মন্ত্রী বলেন, এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে কমপক্ষে প্রতি শ্রমিক মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।
তিনি আরও বলেন, ভিসা সংক্রান্ত কোনও দুর্নীতি বা এ ব্যবসার সঙ্গে জড়িতদের ব্যাপারে সৌদি আইন অনুযায়ী ১৫ বছরের জেল ও জরিমানার ব্যবস্থা করা হবে।
সৌদি আরব বাংলাদেশের জন্য একটি বড় শ্রমবাজার হিসেবে পরিচিত থাকলেও গত ছয় বছর তা বন্ধ ছিল। সম্প্রতি সরকারের প্রচেষ্টায় গত ১ ফেব্রুয়ারি থেকে তা আবার চালু হয়েছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সৌদি সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিলো।