স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রাজ্জাক বেপারী ও মেম্বার আ: রউফ আজ বুধবার জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে গাজীপুর সিজিএস পর্যন্ত গ্যাস পাইপ স্থাপন প্রকল্পের জড়িপ কাজে নিয়োজিত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করলে তিতাস গ্যাস টিএন্ডডি কোং: লি:, কাওরান বাজার, ঢাকার সার্ভেয়ার জসিম উদ্দিন বাদী হয়ে চেয়ারম্যান আ: রাজ্জাক বেপারীসহ ৪ ব্যক্তির নামে ৬ জানুয়ারি শ্রীপুর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করে।
ঘটনার পর থেকে গাজীপুর জেলায় কর্মরত কর্মচারীরা আ: রাজ্জাক বেপারীকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করে আসছে। আজ বুধবার চেয়ারম্যান আ: রাজ্জাক বেপারী ও মেম্বার আ: রউফ গাজীপুরের সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।