গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই হওয়া সুতাসহ ৭ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, কাভার্ড ভ্যান চালক নরসিংদী সদরের শীলমান্দি গ্রামের আবুল মিয়ার ছেলে মমিন, চালকের সহকারী একই জেলার শিবপুরের সৈয়দ নগর গ্রামের অসিম উদ্দিনের ছেলে লোকমান, একই উপজেলার কামারগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মাইনুদ্দিন, পুটিয়া গ্রামের সুরেন্দ্র দেবনাথের ছেলে যোগেষ চন্দ্র দেবনাথ ও হরিদাস দেবনাথ, সৈয়দ নগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আসাদ মিয়া এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গীর নিশাদ নগর এলাকার সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড থেকে দু'টি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ম-০৫-০১৪৪ ও ঢাকা মেট্রো-ট-১১-৬১৭১) যোগে গত ৪ জুন রাত সাড়ে ১০টায় নয় টন সুতা নরসিংদী জেলার মধাবদীর হক ট্রের্ডাস ক্রয় করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ পৌর এলাকার বাইপাস সড়ক থেকে ওই সুতা নাটকীয়ভাবে ছিনতাই হয়ে যায়। এ ব্যাপারে ভ্যান চালক মানিক ঘটনার পরদিন সকালে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয় ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু সংলগ্ন রাস্তায় পিছন থেকে অজ্ঞাত নম্বরের একটি সাদা রংয়ের প্রাইভেটকার এসে কাভার্ড ভ্যান দু'টির গতি রোধ করে। নরসিংদী জেলার শিবপুরের চরবুদ্ধি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন ও একই জেলা উপজেলার কামারগাঁও গ্রামের আনোয়ারের ছেলে মশিউরসহ অজ্ঞাত আরো ৩/৪ জন লোক নেমে এসে সুতা ভর্তি ভ্যান দু'টি ছিনতাই করে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ও এএসআই ওবায়দুর সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদী সদর মডেল ও শিবপুর থানা পুলিশের সহযোগিতায় চালক মানিককে সঙ্গে নিয়ে টানা চার দিন বিভিন্ন স্থানে অভিযান চালায়। মঙ্গলবার ভোরে মাধবদী গরুর হাট এলাকা থেকে ৩হাজার ২৫০ কেজি ও শিবপুর থানার পুটিয়া এলাকার ডি. এন ফ্যাক্টরি থেকে ৫ হাজার ৭৫০ কেজি সুতা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত চালক ও হেলপারসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।