কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে নেটগিয়ারের আরলো ব্র্যান্ডের হোম সিকিউরিটি ক্যামেরা। বিশ্বের প্রথম ১০০% তারহীন এই ক্যামেরা বাড়ি কিংবা দোকানের নিরাপত্তায় নতুন মাত্রা যুক্ত করেছে।
তারহীন হওয়ায় ছোট্ট এই ক্যামেরাগুলো বাড়ির যেকোন অংশে খুব সহজেই প্রতিস্থাপন করা যায় ও স্থান পরিবর্তন করা যায়। ক্যামেরাগুলো ওয়াটার ও ওয়েদারপ্রুফ। একটি বেজ স্টেশনের সাথে সর্বোচ্চ ৫টি ক্যামেরার তারহীন সংযোগ দেয়া যায়।
স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা পিসিতে একসাথে চারটি ক্যামেরার ভিউ দেখা যায়। ক্যামেরাগুলোতে মোশন ডিটেকশন ও নাইটভিশন সুবিধা রয়েছে। দু’টি ক্যামেরা ও একটি বেজ স্টেশনসহ আরলো’র মূল্য ধরা হয়েছে ৩৫,০০০ টাকা।