গাজীপুর অনলাইনঃ এবার ঈদে এতিম শিশুদের সাহায্যার্থে মরক্কোর প্রেসিডেন্টের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মূল্যবান একটি গলফ সেট বিক্রি করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল শনিবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন এরশাদ। সেখানে বলা হয়েছে, তার কাছে আরও অনেক গলফ সেট থাকায় এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রয় ডটকমে এজন্য বিজ্ঞাপন দিয়েছেন তিনি।
গলফ সেটটির দাম ধরা হয়েছে এক লাখ টাকা। এই টাকা জাগো ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।