গাজীপুর অনলাইনঃ গাজীপুরের কালীগঞ্জে কারখানার সহকর্মী এক নারী কর্মীকে উত্যাক্ত করায় একই কারখানার এক পুরুষ কর্মীকে রবিবার ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার শিকার ওই নারী কর্মীর অভিযোগ এবং ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ওই রায় দেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার প্রাণ আরএফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কে রবিবার ওই কারখানার কর্মী মমিনুল ইসলাম (২৭) একই কারখানার এক নারী কর্মীকে (২২) উত্ত্যক্ত করে। এ ঘটনায় ওই নারী কর্মী প্রথমে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।
কারখানা কর্তৃপক্ষ তার অভিযোগ ও কারখানার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে মমিনুলকে উত্ত্যক্তকারী হিসেবে চিহ্নিত করে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করে। পরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং উত্ত্যক্তকারী ওই কর্মী মমিনুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছেন।
দন্ড প্রাপ্ত মমিনুল ইসলাম নওগাঁ জেলা সদরের নাজিম উদ্দিনের ছেলে।