গাজীপুর অনলাইনঃ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে আয় ধরা হয়েছে এক হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা । ব্যয় এক হাজার ৩৯২ কোটি ২৬ লাখ ২৮ হাজার। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২১ কোটি ৫০ লাখ ৬২ হাজার টাকা।
সোমবার বিকেলে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন শহরের বঙ্গতাজ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে গৃহ ও ভূমি কর দ্বিগুন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমউল্লা খান, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন বুদ্দিন, কাউন্সিলরবৃন্দ ও নগরীর বিশিষ্ট নাগরিকগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) অনুদান হতে ৯১৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৭১১ টাকা। এ ছাড়া রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ২৮৭ কোটি ৫ লাখ ৮০হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১২০ কোটি টাকা। বাজেট বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান খান কিরন বলেন, গাজীপুর সিটিকে পরিবেশ বান্ধব একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি সকল কাউন্সিলর ও নগরবাসির কাছে সহযোগিতা কামনা করেন।
২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। একই বছর ১৮ আগষ্ট মেয়র অধ্যাপক এমএ মান্নান ও ৫৭ জন কাউন্সিলর এবং ১৯ জন নারী কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বিভিন্ন মামলায় নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকায় এবার সিটি কর্পোরেশনের ২য় বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বক্তৃতায় বলেন, দেশের বড় বড় নগরীর ন্যায় গাজীপুর নগরীর উন্নয়নের জন্যে শীঘ্রই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ) গঠন হচ্ছে। এ উপলক্ষে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এছাড়ার মহানগরী এলাকায় আরো ৮টি নতুন থানাসহ আগামী তিন মাসের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হবে। শাহ জালাল বিমান বন্দর থেকে গাজীপুর শহর পর্যন্ত ২ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সড়ক হচ্ছে। আগামী বছর এ সড়কের কাজ শুরু হবে। প্রকল্পে টঙ্গী ও গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে ৫টি ফ্লাইওভার থাকবে। এছাড়াও বাড্ডা থেকে ইসলামপুর হয়ে টঙ্গীর প্রত্যাশা সড়ক এবং জয়দেবপুর ধীরাশ্রম-বিমানবন্দর সড়কের কাজ শীঘ্রই শুরু হবে বলেও জানান মন্ত্রী।