আন্তর্জাতিক ডেস্ক: ঢাকায় বাংলাদেশ-ভারত ওডিআই সিরিজ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর আগ্রহ অনেক বেশি দেখা গেলেও রবিবার দ্বিতীয় ম্যাচ শুরুর পর তারা কেন যেন আগ্রহ হারিয়ে ফেলে তারা। ভারতের খেলা কোথাও থাকলে তারা সবসময়ই অনলাইনে আপডেট দিতে থাকে।
রবিবারও ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ পর পর ভারতীয় গণমাধ্যমগুলো অনলাইনে আপডেট দিচ্ছিল। খেলা শুরুর পরও তা দিতে থাকে। কিন্তু যখন ভারতের দ্রুত কয়েকটি উইকেট পড়তে থাকে, তখন থেকেই ভারতীয় পত্রিকাগুলোর অনলাইন আপডেটও বন্ধ হয়ে যেতে থাকে।
ভারতের ইংরেজি টিভি এনডিটিভি’র অনলাইনে খেলা নিয়ে সবসময় আপডেট দেওয়া হলেও রবিবার তারাও চুপ হয়ে যায়। এছাড়া আনন্দবাজারও কোনো আপডেট দেয়নি। এরকম আরো কয়েকটি মিডিয়াও যারা বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট দেয়, তারাও রবিবার কোনো আপডেট দেয়নি।
আসলে ভারতের ইনিংসের শুরু থেকেই উইকেট পতন এবং ২০০ রানে অলআউটের পর নিজ দেশের দুর্ভাগ্য দেখতে আগ্রহী ছিল না ভারতীয় গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, খেলা শেষের পরও উল্লেখযোগ্য পত্রিকাগুলো বাংলাদেশের জয়ের খবর দিতে বেশ সময় নেয়।