গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় প্রতিপক্ষের লোকজন প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় সন্ত্রাসী মঙ্গলকে (৪০)। তিনি টঙ্গীর মিলগেইট এলাকার নামাপাড়া বস্তির বাসিন্দা। এ ঘটনায় নিহত সন্ত্রাসী মঙ্গলের সহযোগী হালান মিয়া (৩৬), ইয়াছিন (২৩) ও মইন মিয়া (২৮) আহত হয়েছেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মিল গেইট নামাপাড়া বস্তি এলাকার সন্ত্রাসী মঙ্গল ও তার বাহিনী নিয়ে ওই এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করছিলেন। এসময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে বাঁধা দেন। এসময় উভয় পক্ষের বাদানুবাদ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এক সময় প্রতিপক্ষের লোকজন মঙ্গলকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নিহত মঙ্গলের মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্য দিবালোকে কুপিয়ে মঙ্গলকে হত্যা করেন।