দুটি টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার ইকে ৫৮২ ফ্লাইটে সকাল ৮ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌছাবে তারা। তিন ভাগে বিভক্ত হয়ে ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথমে টি-টোয়েন্টির ক্রিকেটাররা তারপর ওয়ানডে ও সবশেষে আসবে টেস্ট দলের ক্রিকেটাররা।
সফরকালী দল বিমানবন্দর থেকে সরাসরি অবস্থান করবে হোটেল সোনারগাঁওয়ে। পরের দিন বুধবার প্রস্তুতি শুরু করবে তারা। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডু প্লেসিস। ১৫ সদস্যের টি-টোয়েন্টির স্কোয়াডে থাকবেন এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও ডেভিড মিলারের মত তারকা ক্রিকেটাররা। ৫ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৭ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টিও হবে একই ভেন্যুতে। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ জুলাই সিরিজের শেষ ওয়ানডে হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২১ থেকে ২৫ জুলাই প্রথম টেস্ট হবে চট্টগ্রামে। ৩০ জুলাই থেকে ৩ আগষ্ট মিরপুরে হবে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে না থাকলেও টেস্ট দলে ঠিকই ফিরছেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেল স্টেইন ও ভ্যারন ফিনল্যান্ডার।