গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মামুন (২৮) নামে এক যুবক মারা গেছেন। এ সময় দুপক্ষের গোলাগুলিতে র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং দুটি চাপাতি উদ্ধার করেছে র্যাব। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
র্যাব-১-এর অপারেশন অফিসার মুহিত কবির সেরনিয়াবাত জানান, গত সোমবার রাত ৩টার দিকে র্যাবের একটি টহলদল হায়দরাবাদ এলাকায় সাদা পোশাকে টহল দিতে যায়। এ সময় কয়েকজন যুবক র্যাবের গাড়ি গতিরোধ করে ছিনতাইয়ের
চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় গুলিতে আহত হন সার্জন আলাউদ্দিন ও হাবিলদার মো. আমিনুল ইসলাম নামে র্যাবের আরো দুই সদস্য। তাদের র্যাবের নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত মামুন টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী এবং তার নামে ৪টি মামলা রয়েছে বলে দাবি করছে র্যাব। নিহত মামুনের বাড়ি বা ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব তবে টঙ্গী মডেল থানার ওসি মোহাম্মদ আলী বলেন, নিহত মামুন সন্ত্রাসী বা তার নামে মামলা রয়েছে কী না তা আমার জানা নাই।
নিহত মামুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে জানিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুুস সালাম সরকার জানান, মামুনের শরীরে ৩টি গুলির চিহ্ন রয়েছে। পরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।