গাজীপুর অনলাইনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ সব রুটে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এ ছাড়া যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে আগামী ১৫ জুলাই থেকে যশোর, রাজশাহী ও সৈয়দপুর রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করা হচ্ছে।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন জানান, হ্রাসকৃত ভাড়া ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে ঢাকা থেকে যে কোনো অভ্যন্তরীণ গন্তব্যে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। এ ছাড়া অভ্যন্তরীণ যে কোনো গন্তব্য থেকে ঢাকায় আসতে ১ হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে।
এ ছাড়া লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইটে প্রতি শনিবার ট্যাক্সসহ মাত্র ২ হাজার টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইটে ট্যাক্সসহ মাত্র ২ হাজার ৫০০ টাকায় ভ্রমণ করা যাবে।