গাজীপুর অনলাইনঃ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক কাপাসিয়ার কৃতি সন্তান বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষিকী ২৩ জুলাই বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ স্মরণে ‘বঙ্গতাজ স্মৃতি পাঠাগার’ উদ্বোধণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরের একটি কক্ষে ‘বঙ্গতাজ স্মৃতি পাঠাগার’ উদ্বোধণ করেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সাবেক সভাপতি আজগর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান চৌধুরী পিন্টু প্রমূখ।
পরে তাজউদ্দীন আহমদ স্মরণে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের ধান বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য সিমিন হোসেন রিমি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুবলীগের কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন আকন্দ, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নাজমুল হাসান চৌধুরী পিন্টু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, ডাঃ মাসুম প্রমূখ।
উল্লেখ, কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই তাজউদ্দীন আহমদ জন্মগ্রহন করেন। তাঁর পিতা মৌলভি মুহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেসা খানম।