গাজীপুর অনলাইনঃ গাজীপুরে ডেমু ট্রেন একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আটজন নিহত হন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-জয়দেবপুর রেলপথের টঙ্গী স্টেশনের কাছে হায়দরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজনই এক পরিবারের। তারা হলেন- শাহ আলম (২৭), তাঁর স্ত্রী পেয়ারা বেগম (২১), তার মামাতো ভাই চুন্নু মিয়া (২৪), চাচাতো ভাই আল আমিন (২৮) এবং তিন বছর বয়সী এক ছেলে, চার বছরের এক মেয়ে এবং ছয় বছরের এক শ্যালিকা। তাদের বাড়ি নরসিংদীর জিতরামপুরে। তারা নরসিংদী থেকে গাজীপুরের বোর্ডবাজারের খাইলকুড় যাচ্ছিলেন।
নিহত আরেকজন ওই গাড়ির চালক। তার পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধারকাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি ডেমু ট্রেন সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয় এবং অনেক দূর পর্যন্ত দুমড়ে-মুচড়ে টেনে নিয়ে যায়।