গাজীপুর অনলাইন/ডেস্ক : জি বাংলা সিনেমার ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশী হ্যাকাররা। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইট http://zeebanglacinema.com হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকার গ্রুপ "সাইবার ৭১"।
সোমবার দুপুরে জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটhttp://zeebanglacinema.com হ্যাক করে দখলে নিয়েছে বাংলাদেশের অন্যতম এই হ্যাকার গ্রুপটি।
হ্যাক করার পর "সাইবার ৭১" এর অফিশিয়াল ফেইসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় "সাইবার ৭১"।
পোস্টে বলা হয়, জি বাংলা হ্যাক করলো "সাইবার ৭১" বাংলাদেশে এরকম থার্ড ক্লাস সাইটের কোন প্রয়োজন নেই, যদি এই ব্যাপারে জি বাংলা সিদ্ধান্ত না নেয় তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আক্রমন চালিয়ে যাবো।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আমাদের বার্তা আমরা প্রকাশ করেছি। সাইটঃhttp://zeebanglacinema.com/
মিররঃhttp://www.zone-h.net/mirror/id/24637134
এছাড়া জি বাংলার সম্পর্কিত বিভিন্ন মতামত দেবার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট জি ফিড ব্যাকেও প্রবেশ করলে আমাদের হ্যাক করা সতর্ক বার্তা দেখা যাবে। সাইটঃhttp://zeefeedback.com/syndication_queries.php এছাড়া জি বাংলার সাইটে প্রবেশ করলে সেই সাইটটিও ডিডস আক্রমনে বন্ধ করে রাখা হয়েছে। http://i60.tinypic.com/9gaiya.png
সমগ্র সচেতন বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের এই আক্রমন পরিচালনা করা হয়েছে।
ফেইসবুকে পোস্ট পাওয়ার পরে জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটhttp://zeebanglacinema.comএ প্রবেশ করলে এর সত্যতা মেলে। সেখানে দেখা যায়, সাইটটি দখলে নেয় "সাইবার ৭১"।
জি বাংলা সিনেমার অফিশিয়াল ওয়েবসাইটhttp://zeebanglacinema.comএ প্রবেশ করলে সেখানে "সাইবার ৭১" এর পক্ষে ‘তানজিম আল ফাহিম’ সাইটটি হ্যাক করেছে বলে লেখা দেখা যায়।
সাইট দখলে নিয়ে "সাইবার ৭১" সেখানে ইংরেজিতে লিখে:
Nobab is back.
Zee Bangla, Stop your drama lets see our drama.
Hello World, Save your family from doing any stupid attempts for any zee bangla serial.. Stupid zee bangla cant be more precious than anyone's life
Warning to Zee Bangla: We dont want such stupid chaneel's in bangladesh.
সাইটের মধ্যখানে একটি অডিও ক্লিপ দেখা যায়। অডিওতে "সাইবার ৭১" এর পক্ষ থেকে বলা হয়, স্বাগতম। বাংলাদেশী হ্যাকার গ্রুপ "সাইবার ৭১" এর পক্ষ থেকে জি বাংলার ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে। যেহেতু ভারতে আমাদের দেশীয় চ্যানেলগুলি প্রচার হয়না তাই আমাদের দেশেও জি বাংলার মত থার্ড ক্লাস চ্যানেলের প্রয়োজন নেই। আর জি বাংলা টিমকে এই তথ্যটি জানানোর জন্য এই সাইটগুলো হ্যাক করা হয়েছে।
সেখানে আরও বলা হয়, আশা করি তারা দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে, নয়তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে বাধ্যই থাকবো। এটাকে অনুরোধ মনে না করে সতর্ক বার্তা হিসেবে নেওয়ার জন্য বলা হল।