গাজীপুর অনলাইনঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ভাউমান টালাবহ এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক নারী যাত্রী নিহত ও তার স্বামীসহ দুই যাত্রী আহত হয়েছেন।
নিহত মাজেদা বেগম (৩৫) নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের রজব আলীর স্ত্রী। আহতরা হলেন, নিহত মাজেদার স্বামী রজব আলী (৫০), টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি মিকরাইল এলাকার হোসাইন আহম্মেদ (৩৫)।
ট্রেনের নিহত যাত্রী মাজেদার ছেলে সম্রাট জানান, নারায়ণগঞ্জ বেড়ানোর উদ্দেশ্যে তার মা-বাবার সাথে তিনিও বগুড়ার সান্তাহার রেলস্টেশন থেকে আজ শনিবার সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠেন। যাত্রী বোঝাই ট্রেনটি দুপুরে রাজশাহী-জয়দেবপুর রেলরুটের কালিয়াকৈরের ভাউমান-টালাবহ এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের পাশে বাহিরে থাকা তার বাবা রজব আলী, মা মাজেদা বেগম, হোসাইন আহম্মদ রেলপথ ঘেঁষে থাকা একটি গাছের ডালের সঙ্গে সজোরে ধাক্কা খান।
এতে ঘটনাস্থলেই বাবা রজব আলী ও হোসেন আহম্মদ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং মা মাজেদা বেগম গুরুতর আহত অবস্থায় ইঞ্জিনের পাশের রেলিংয়ের সাথে ঝুঁলে থাকেন। পরে পার্শ্ববর্তী রতনপুর রেলস্টেশন এলাকায় এলে গুরুতর আহত মাজেদা বেগম ট্রেনের রেলিং থেকে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এছাড়া ট্রেন থেকে পড়ে যাওয়া রজব আলী, হোসাইন আহম্মদকে স্থানীয়রা উদ্ধার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সম্রাট একটু দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
রতনপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, নিহতের মরদেহ তার স্বজনরা এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে গ্রামের বাড়ি নিয়ে গেছে। এছাড়া ট্রেন থেকে পড়ে আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।